শুক্রবার :: ০৬.০৪.২০১৮
ভারতের ঘরোয়া ফুটবল আসর ইন্ডিয়া উইমেন্স লিগে টানা চার ম্যাচে গোল করলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। আজ নিজেদের পঞ্চম ম্যাচে সাবিনার জোড়া গোলে ইন্দিরা গান্ধী অ্যাকাডেমিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তার দল তামিলনাড়ু সিথু এফসি। এদিকে এ জয়ে তার দলটির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২৭ মিনিটে সেথুর অধিনায়ক ইন্দুমাথি গোল করে দলকে এগিয়ে দেন