ইন্টারনেটে আপত্তিকর কনটেন্ট বন্ধে প্রাযুক্তিক সক্ষমতা বাড়ানো হচ্ছে’ বলেছেন, তারানা হালিম।

সোমবার::০৬.০২.২০১৭
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, ইন্টারনেটে বিভিন্ন আপত্তিকর কনটেন্ট বন্ধ করতে প্রাযুক্তিক সক্ষমতা আরো বাড়ানো হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্র, সমাজ ও ধর্ম বিরোধী কনটেন্টসহ ইন্টারনেটে বিভিন্ন আপত্তিকর কনটেন্টসমূহ আইআইজিদের মাধ্যমে বন্ধ করা হয়ে থাকে। এ বিষয়ে প্রাযুক্তিক সক্ষমতা আরো বৃদ্ধির প্রয়াস চলমান রয়েছে। ’আজ সংসদে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …