সোমবার::০৬.০২.২০১৭
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, ইন্টারনেটে বিভিন্ন আপত্তিকর কনটেন্ট বন্ধ করতে প্রাযুক্তিক সক্ষমতা আরো বাড়ানো হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্র, সমাজ ও ধর্ম বিরোধী কনটেন্টসহ ইন্টারনেটে বিভিন্ন আপত্তিকর কনটেন্টসমূহ আইআইজিদের মাধ্যমে বন্ধ করা হয়ে থাকে। এ বিষয়ে প্রাযুক্তিক সক্ষমতা আরো বৃদ্ধির প্রয়াস চলমান রয়েছে। ’আজ সংসদে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …