শনিবার ঃঃ ১৩.০৫.২০১৭
তিন দিনের সফরে ইতালি গেলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। দেশটির বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে সরকারি এই সফরের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিমান বাহিনী প্রধান ইতালিতে অবস্থানকালে দেশটির বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। সফরকালে দেশটির বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন বিমান বাহিনী প্রধান। আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধানের ইতালি সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।