সোমবার :: ১৬.০৪.২০১৮
চাঁপাইনবাবগঞ্জের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আওতায় নব নিয়োগকৃত প্রোগ্রাম অফিসার সোস্যালদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন পিকেএসএফের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রয়াসের ইউপিপি উজ্জীবিত প্রকল্পের সমন্বয়কারী ফারুক আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন পিকেএসএফের সহকারী প্রকল্প সমন্বয়কারী মাকসুদুর আলম। কর্মশালায় টিএমএসএসের ৩জন প্রশিক্ষণার্থী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ৩জন, শতফুল বাংলাদেশ থেকে ১জন, ইকো সোস্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ১জন ও উদ্দীপন থেকে ১জনসহ মোট ৯ জন অংশগ্রহণ করে। দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় নব নিয়োগকৃত প্রশিক্ষনার্থীদের কাজের পরিধি সম্পর্কে আলোচনা করা হয়।