বুধবার::২৪:০৫:২০১৭
ইউনিভারসিটির ভূমিকা শীর্ষক এক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পরিষদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি ডিগ্রি কলেজ ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির বর্তমান উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক। নামোশংকরবাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর আফজাল হোসেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম মঞ্জুর রেজাসহ অন্যান্যরা। সেমিনারে সদর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন বিষয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …