আল্লুর ৭৩ হাজার টাকা মূল্যের জুতা চুরি

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এবার দামি জুতা হারিয়ে আলোচনার আগুনে ঘি ঢাললেন এই অভিনেতা। সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ‘বেবি’ সিনেমা। গত ২০ জুলাই সিনেমাটির সাফল্য উদযাপনের জন্য পার্টির আয়োজন করা হয়েছিল। এতে যোগ দিয়েছিলেন আল্লু অর্জুন। এ অনুষ্ঠান থেকে আল্লু অর্জুনের দামি স্নিকার্স চুরি হয়। এ অনুষ্ঠানে কালো রঙের প্যান্টের সঙ্গে সাদা শার্ট পরেছিলেন আল্লু অর্জুন। আর পায়ে ছিল সাদা রঙের স্নিকার্স। বিলাসবহুল ব্র্যান্ড গিভেন্সি এ জুতা প্রস্তুত করেছে। ব্র্যান্ডটির ওয়েব সাইট ঘুরে দেখা যায়, জুতার মূল্য ৬৭৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৭৩ হাজার টাকার বেশি।

আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা টু’। এটি পরিচালনা করছেন সুকুমার। ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে। ‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top