আলোচনায় বসবে দুই কোরিয়া ও যুক্তরাষ্ট্র

সোমবার :: ১৯.০৩.২০১৮

পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ফিনল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়া ও ফিনল্যান্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল সিএনএন এ তথ্য জানিয়েছে। ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কিমো লাহডিভিরতা জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় যে মার্কিন প্রতিনিধিরা থাকবেন তারা সরকারি কর্মকর্তা নন। এর কারণ হিসেবে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক মিশন নেই। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরমাণু নিরস্ত্রীকরণ এই আলোচনাটি হবে দ্বিতীয় স্তরের। এতে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন সরকারি কর্মকর্তা ও বেসরকারি বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্রও বৈঠকে অংশ নেবে। তবে এ ব্যাপারে মন্ত্রণালয় বিশদ কোনো তথ্য জানায়নি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …