আলিনগর স্কুল ও কলেজের নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণ

বুধবার :: ২৮.০৩.২০১৮

গোমস্তাপুর উপজেলার আলিনগর স্কুল ও কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা ডা. আশরাফুল হক চুনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তাফা বিশ্বাস। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ওই প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তরের মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য গোলাম মোস্তাফা বিশ্বাস।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …