আম রপ্তানি বৃদ্ধির পদক্ষেপ নিতে চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত সচিব

আম রপ্তানি বাড়াতে অসুবিধাসমূহ দূর করা, আম প্রক্রিয়াজাতকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা, রপ্তানিকারকদের বেশি বেশি আম রপ্তানিতে উৎসাহিত করা, রপ্তানিযোগ্য আম উৎপাদনে গুড এগ্রিকালচারাল প্রাকটিস (গ্যাপ)-এর পরিধি বাড়ানো এবং আমকে লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী। শনিবার তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জ উপজেলার আমবাগান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শামসুল ওয়াদুদ, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৭ শাখার উপসচিব সুজয় চৌধুরী, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, আম উদ্যোক্তা রফিকুল ইাসলাম ও ইসমাইল খান শামীমসহ অন্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top