শুক্রবারঃ ১৩.০১.২০১৭
টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম দিন আজ হওয়ায় দেশি-বিদেশি লাখো মুসল্লি অংশ নেন জুমার নামাজে। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন দেশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। এদিকে ইজতেমাকে কেন্দ্র করে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় বহাল রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ১শ’ ৬০ একর জমিতে একটি সামিয়ানার নিচে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত। এভাবে লাখো মুসুল্লির অংশগ্রহণে একই কাতারে অনুষ্ঠিত হয় জুমার নামাজ। আজ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। এরপর শুরু হয় তালিমের বয়ান। আগামী ১৫ জানুয়ারি প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর চারদিন বিরতি দিয়ে ২০জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৭ সালের ৫২তম বিশ্ব ইজতেমা।