মঙ্গলবার ঃঃ ২১.০২.২০১৭
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন হতে ডিজেল চুরির অপরাধে ৫ জনকে আটক করেছে র্যাব। ৬৭০ লিটার চোরাই ডিজেলসহ গত রাতে তাদের আটক করা হয়। র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার এএসপি এ. কে. এম. এনামুল করিম এর নেতৃত্বে, একটি র্যাবের দল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ললিতনগর রেলস্টেশন এলাকায় স্টেশন বাজারের জামালের স্টোর রুমে অভিযান পরিচালনা করে। অভিযানে ট্রেনের ইঞ্জিন হতে ডিজেল চোর জামাল উদ্দিন, আব্দুল মালেক, দুলাল উদ্দিন, জাহাঙ্গীর আলী, জালাল উদ্দিনকে ৬৭০ লিটার ডিজেল ও অন্যান্য সরঞ্জামসহ আটক করা হয়। এর আগে আরও চারবার অভিযান চালানো হয় বলে জানায় র্যাব।