আমনুরায় নবনির্মিত বাইপাস রেললাইনের উদ্বোধন

রবিবার::২১:০৫:২০১৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় নবনির্মিত বাইপাস রেললাইনের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নবনির্মিত বাইপাস রেললাইনের উদ্বোধনের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রেলপথ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী মজিবুল হক। উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরী এমপি, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ এমপি, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি. এম. মুজাহিদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জিয়াউল রহমান ও রেলপথ মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত সাধারন মানুষ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …