মঙ্গলবার :: ১০.১০.২০১৭
তৃতীয়বারের মত আবারও সাময়িক বরখাস্ত হয়েছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী। স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখার উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত ৮ অক্টোবর একটি চিঠি গতকাল ফ্যাক্সযোগে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার শফিকুল ইসলাম স্থানীয় সরকার বিভাগের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে আরও ২ বার চেয়ারম্যান কেরামত আলী সাময়িক বরখাস্ত হন এবং উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা পরিষদ আইন অনুসারে ড. মাওলানা কেরামত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।