শনিবার ঃ- ০৭.০১.২০১৭
আবহাওয়া অধিদফতর জানায়, চলতি জানুয়ারি মাসে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে মৃদু, মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শীত পড়বে। একই সাথে নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা, মাঝারি ও ঘন কুয়াশা পড়তে পারে।
আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রী সেলসিয়াস, সর্বনিম্ন ১২ ডিগ্রী সেলসিয়াস। দিনটি ছিল আংশিক রৌদ্রজ্জল। আজ সূর্য উঠেছে ভোর ৬ টা ৫২ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৫ টা ৩৪ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬ টা ৫৩ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫ টা ৩৫ মিনিটে।