বৃহস্পতিবার ঃঃ ১২.০১.২০১৭
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর বিভাগ ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও এবং তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সমান্য হ্রাস পেতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রী সেলসিয়াস, সর্বনিম্ন ১২ ডিগ্রী সেলসিয়াস। দিনটি ছিল আংশিক রৌদ্রজ্জল। আজ সূর্য উঠেছে ভোর ৬ টা ৫৩ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৫ টা ৩৮ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬ টা ৫৩ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫ টা ৩৮ মিনিটে।