আবহাওয়া…………..

সোমবার::০৯.০১.২০১৭

 

আবহাওয়া অধিদফতর জানায়, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ৭২ ঘন্টার শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রী সেলসিয়াস, সর্বনিম্ন ১৩ ডিগ্রী সেলসিয়াস। দিনটি ছিল রৌদ্রজ্জল। আজ সূর্য উঠেছে ভোর ৬ টা ৫৩ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৫ টা ৩৬ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬ টা ৫৩ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫ টা ৩৬ মিনিটে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …