শুক্রবার ঃ১৭-০৩-১৭
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রী সেলসিয়াস, সর্বনিম্ন ১৭ ডিগ্রী সেলসিয়াস। দিনটি ছিলো রৌদ্রজ্বল। আজ সূর্য উঠেছে ভোর ৬ টা ১৪ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬ টা ১৩ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে।