আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১

মধ্য আফগানিস্তানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনও ৪০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। দেশটির কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি জানিয়েছেন, শুক্রবার থেকে বন্যায় দেশব্যাপী মোট ৩১ জন মারা গেছে এবং সম্পত্তি ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ময়দান ওয়ারদাক প্রদেশের জলরেজ জেলার প্রধান দুর্যোগ অঞ্চলে জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে। আফগানিস্তান এশিয়ার বর্ষার পদচিহ্নের পশ্চিম প্রান্তে অবস্থিত হলেও ভারী বৃষ্টিপাতের কারণে শুষ্ক নদীর তলদেশে সিক্ত হয়ে মৌসুমে নিয়মিতভাবে আকস্মিক বন্যা ঘটে। রহিমি এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার থেকে জলরেজে ৬০৪টি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত একর কৃষি জমি ও বাগান ধ্বংস হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top