শুক্রবার::২৫-০৮-২০১৭
শিবগঞ্জে আন্তঃইউনিয়ন বঙ্গবন্ধু টিভি কাপ ফুটবল টুনার্মেন্টের আজকের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় ছোট মহেশপুর এমএফসি ১ গোলে নাককাটিতলা জননী ক্লাবকে পরাজিত করে। দলের পক্ষে একমাত্র গোলটি করে সিমল হেমব্রম। দ্বিতীয় খেলায় অংশ নেয় পাহাড়পুর ফুটবল দল ও মহেশপুর তুষার ফুটবল দল। ২য় খেলাটি গোল শুন্য ড্র হয়েছে। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে ইঞ্জিনিয়ার ক্রীড়া একাডেমি বনাম নশিপুর আহাদ ফুটবল দল এবং ডাক্তার শাওন ফুটবল দল বনাম বেহুলা ক্রীড়া সংস্থা।