বৃহস্পতিবার :: ২২.০৩.১৮
গোমস্তাপুরে আদিবাসীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৬০ জন আদিবাসীকে ৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা প্রদান করা হয়।