বুধবার :: ০৬.০৯.২০১৭
এবছর হজ পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ। প্রথম দিন সৌদি এয়ারলাইন্স ৬টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি ফ্লাইট পরিচালনা করবে। আজ সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৮টা ২০মিনিটে ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। এদিকে নির্বিঘেœ হজ পালন করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন হাজীরা। এ বছর বাংলাদেশ থেকে ১ লক্ষ ২৭ হাজার ১শ’ ৯৮জন বাংলাদেশি হজ করার উদ্দেশ্যে সৌদি আরব আসেন। এদের মধ্যে আজ সকাল পর্যন্ত মারা গেছেন ৮১ জন বাংলাদেশি। তারা সড়ক দুর্ঘটনা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ হজ অফিস।