রবিবার ঃঃ ১৩.০৮.২০১৭
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ন্যূ-ক্যাম্পে ম্যাচটি শুর” হবে আজ বাংলাদেশ সময় রাত ২টায়। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যেখানে প্রথম লেগ জিতে শিরোপার পথে এক ধাপ এগিয়ে যেতে চায় লস ব্লাঙ্কোরা। অন্যদিকে, এখন পর্যন্ত নেইমারের রিপ্লেস না পাওয়া বার্সা শংকটের মধ্য দিয়ে গেলেও অভিন্ন লক্ষ্য থাকছে তাদেরও। ন্যূ-ক্যাম্পে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ২টায়।