আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, খাতা সঠিক মূল্যায়নর ফলে পাসের হার কিছুটা কমেছে বললেন শিক্ষামন্ত্রী।

রবিবার ঃঃ ২৩.০৭.২০১৭
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ। পাসের হার কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশ । সারাদেশে জিপিএ ফাইভ পেয়েছেন ৩৭ হাজার ৭শ’ ২৬ জন। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে শিক্ষামন্ত্রী জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিলো, ১১ লাখ ৬৩ হাজার ৩শ’ ৭০ জন। পাস করেছে, ৮ লাখ ১ হাজার ৭শ ১১ জন। ৮টি সাধারণ বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। কারিগরি বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩। জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ৬শ’ ৬৯ জন। অন্যদিকে, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২০ শতাংশ। এ বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ১হাজার ৮শ’ ১৫ জন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …