আজীবন ক্ষমতায় থাকছেন প্রেসিডেন্ট জিনপিং

রবিবার :: ১১.০৩.২০১৮

আজীবনের জন্য ক্ষমতায় থাকছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির কংগ্রেস এ সংক্রান্ত একটি বিধান অনুমোদন করেছে। বিবিসি ও রয়টার্স জানিয়েছে, চীনের গ্রেট হল অব দ্য পিপলে পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে এ সংক্রান্ত ভোটাভুটি হয়। পিপলস কংগ্রেসে প্রায় তিন হাজার প্রতিনিধির মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২ হাজার ৯৬৪ জন। দুই জন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন এবং তিন জন ভোট দানে বিরত ছিলেন। কংগ্রেসে এই প্রস্তাব পাস হওয়ার ফলে আজীবন চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …