সোমবার :: ১৯.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জ সদরের আজাইপুর আরামবাগ পোল্লাডাঙ্গা গোনস্থান নূরানী মাদরাসায় নবীণ বরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ এমপি। আলহাজ্ব হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল হোদা অলক, আনোয়ারা বেগম পলিসহ মাদরাসার শিক্ষক, ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। পরে পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। ছোট ছোট মাদরাসার শিক্ষার্থীরা হামদনাত পরিবেশন করেন। শেষে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আব্দুল ওদুদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাদরাসার শিক্ষার উন্নয়নে কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। মসজিদ মাদরাসার জন্য জননেত্রী শেখ কখনও যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে এমপি বলেন তোমরা আজ পড়াশুনা শিখে মানুষের মত মানুষ হও। ইসলামের সঠিক দিকনির্দেশনা সবার মাঝে ছড়িয়ে দাও। কেউ যেন ইসলামের ভুল ব্যাখ্যা না দিতে পারে সে জন্য সকল আলেম ও ইমামদের সজাগ থাকার আহবান জানান আব্দুল ওদুদ এমপি।