১২ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ২৭শে নভেম্বর, ২০২১ ইং | ২২শে রবিউস-সানি, ১৪৪৩ হিজরী | শনিবার | সকাল ৯:৩৩ | হেমন্তকাল
সর্বশেষ সংবাদ
Bangla Font Problem?

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল :মেহমান’এর ৫ টাকায় মেহমানদারি

শুক্রবার :: ১৭.০১.২০২০।

চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। চিকিৎসার কারণে অনেককে হাসপাতালে ভর্তিও থাকতে হচ্ছে। ১০০ শয্যার হাসপাতালে রোগী থাকে ১৫০ থেকে ২০০রও বেশি। তাই প্রতিদিন এতগুলো রোগীকে খাবার সরবরাহ করা সম্ভব হয় না কর্তৃপক্ষের। যারা খাবার পান না সেসব রোগী বা রোগীর আত্মীয়স্বজনদের খাবার নিয়ে এখন আর দুশ্চিন্তা করতে হয় না। কেননা মাত্র ৫ টাকার বিনিময়ে মিলে রাতের খাবার। মাত্র পাঁচ টাকায় খাবার সরবরাহ করছে চাঁপাইনবাবগঞ্জের একটি অলাভজনক সংগঠন ‘মেহমান’। সংগঠনটির উদ্দেশ্যই হচ্ছে হচ্ছে চিকিৎসা নিতে আসা কোনো রোগী বা রোগীর স্বজন যেন টাকার অভাবে অভুক্ত না থাকেন। জানা গেছে, সদর আধুনিক হাসপাতালের শয্যাসংখ্যা ১০০। কিন্তু প্রতিদিনই অতিরিক্ত রোগী ভর্তি হন। সে সংখ্যা ৫০ থেকে ১০০ বা কখনো তারও বেশি। যেসব রোগী বেড ছাড়া মেঝেতে বা বারান্দায় ভর্তি হন তাদের জন্য কোনো খাবার বরাদ্দ থাকে না। এছাড়া অনেকেই আছেন যারা দূর থেকে চিকিৎসা সেবা নেয়ার জন্য হাসপাতালে এসে ভর্তি হন, তাদের এবং স্বজনদের ৩ বেলা খাবার কিনে খাওয়া বা বাড়ি থেকে আনা কষ্টকর হয়ে উঠে। আর এসব রোগী ও স্বজনদের কথা চিন্তা করে প্রায় ১ বছর থেকে অলাভজনক একটি প্রতিষ্ঠান মেহমান’ এ মহতী উদ্যোগ নিয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, তাদের সাধ থাকলেও সাধ্য নেই। তাই প্রতিদিন খাবার না দিতে পারলেও সপ্তাহে ৩ দিন রাতের খাবার সরবরাহ করে থাকে সংগঠনটি। যেখানে রোগীরা এসে ৫ টাকায় পেটভরে খিচুড়ি কিনে খেতে পারছে। কথা হয় জেলার শিবগঞ্জ উপজেলার তেররশিয়া থেকে আসা এক নারীর সাথে। তার স্বজনকে এখানে ভর্তি হয়েছেন। বাড়ি থেকে খাবার আনাও সম্ভব নয়। কিনে খাবার মতো সামর্থ্যও নেই। তাই এই ৫ টাকায় মেহমান’র খাবার পাওয়াতে অনেক উপকার হচ্ছে তার বলে জানান তিনি। কবির নামে আরেক রোগীর সাথে কথা হয়। তিনি বলেন, এত কম টাকায় পেটভরে খাবার পাওয়া যায়, যা আমাদের গরিব মানুষদের জন্য খুব ভালো। শিবগঞ্জের কানসাট থেকে আসা ফরিদা বলেন, রোগীসহ আরো দুজন আছি এই হাসপাতালে। রোগী খাবার পেলেও আমরা পাই না। আর আমাদের শহরে কোনো আত্মীয়স্বজন নেই। যে কারণে আমাদের মতো যারা দূর থেকে আসছেন, তাদের জন্য এ ব্যবস্থা অনেক ভালো। আমরা চাই প্রতিদিনই খাবার সরবরাহ করা হোক। এখন হয়তো একবেলা দেয়া হচ্ছে এটা যেন সকালে বা দুপুরেও দেয়া হোক। এ বিষয়ে কথা হয় সংগঠনটির সদস্য আমিনুল ইসলামের সাথে। তিনি বলেন, মাঝে মধ্যেই দেখতে পাই অনেকে না খেয়ে রাত কাটিয়ে দেন যেটা আমাদের কাছে খুব পীড়াদায়ক। সেই জায়গা থেকে হঠাৎ করে আমরা কয়েকজন বন্ধু মিলে গতবছর মার্চ মাসে এ রকম একটা উদ্যোগ নিই এবং এটা এখনো চলমান রয়েছে। আশা করছি ভবিষ্যতেও থাকবে। সদস্য গিয়াসুর রহমান মবিন বলেন, এটি অলাভজনক কার্যক্রম। এখানে আমরা লাভ করি না। তিনি বলেন, প্রতিদিনি চাল ডাল সবজি নিয়ে ২০ থেকে ২২ কেজি রান্না করা হয়। প্রথম দিকে তেমন সাড়া না ফেললেও এখন চাহিদা বেড়েছে। প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৪০ জন রোগীকে খাবার সরবরাহ করা হয় বলে জানান তিনি। বিনিময়ে রোগীদের কাছ থেকে ৫ টাকা নেয়া হয়। এই টাকা বাবুর্চি, রান্নার সামগ্রী কেনার জন্য। কখনো এই টাকায় হয় আবার কখনো কম টাকা উঠে। অনেক সময় আমাদের আরো যোগ করতে হয়।
সদস্য জহিরুল ইসলাম মাখন বলেন, সংগঠনটির উদ্দেশ্য হলো হাসপাতালে থাকা কোনো রোগী বা তার স্বজন যেন টাকার অভাবে অভুক্ত না থাকেন। আশার কথা হলো, আগের তুলনায় এই সংগঠনে দাতার সংখ্যা বেড়েছে। বর্তমানে ৩০ থেকে ৪০ জন সদস্য আছে এর সঙ্গে জড়িত। তিনি আরো বলেন, এক দিনের জন্য খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা। সদস্যরা একদিন একদিন করে এই খরচ বহন করে থাকি। তিনি বলেন, আমাদের চেষ্টা ৩৬৫ জন সদস্য করার। তাহলে বছরের প্রতিটি দিনই আমরা খাবার সরবরাহ করতে পারব। মাখন আরো বলেন, অনেকে দেশের বাইরে থেকে তাদের সাহায্য করছেন। আবার পাশে থেকে এই কার্যক্রমকে অনেকে সাধুবাদও জানাচ্ছেন। সমাজে যারা বিত্তবান আছেন তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে ‘মেহমান’ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কার্যক্রম শুরু করেছে তা সফল হবে বলে আশাবাদ এই অলাভজনক সংগঠনের সদস্যদের।

Comments are closed.

উল্লেখযোগ্য অনুষ্ঠানসমূহ

মিউজিক ক্লাব 98.8 জয় এর সাথে

মিউজিক ক্লাব 98.8 জয় এর সাথে

মিউজিক ক্লাব 98.8 জয় এর সাথে শনিবার সন্ধ্যা ৭টা হতে রাত ১০ টা নতুন নতুন এ্যাবামের গান ।
রসের হাঁড়ি মেঘলা ও রুদ্রর সাথে

রসের হাঁড়ি মেঘলা ও রুদ্রর সাথে

রসের হাঁড়ি মেঘলা ও রুদ্রর সাথে, রবিবার বিকেল ৩ টা হতে সন্ধ্যা ৬.২৫ মিঃ, রঙ্গরস ও কৌতুকের অনুষ্ঠান ।
আমাদের গান গল্প শুভ্রর সাথে ।

আমাদের গান গল্প শুভ্রর সাথে ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা হতে রাত ১০ টা চাঁপাইনবাবগঞ্জের প্রতিভাবান শিল্পী, সুরকার গীতিকারদের গান নিয়ে অনুষ্ঠান
সুরের তারা নদীর সাথে

সুরের তারা নদীর সাথে

সুরের তারা নদীর সাথে , বুধবার বিকেল ৩ টা হতে সন্ধ্যা ৬.২৫ মিঃ, রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি ও তাঁদের জীবনী, গল্প ও কবিতা নিয়ে অনুষ্ঠান

স্বাস্থ্য কথা, নির্দিষ্ট রোগ ও স্বাস্থ্য বিষয়ক কমিউনিটি শিক্ষন ও সচেতনতামূলক অনুষ্ঠান । প্রতি বৃহ:বার বিকেল ৪.৩০ মি: ও প্রতি শুক্রবার সন্ধ্যা ৬ টায় ।
রাতের পাখি মিথিলার সাথে

রাতের পাখি মিথিলার সাথে

রাতের পাখি মিথিলার সাথে, বুধবার সন্ধ্যা ৭টা হতে রাত ১০ টা স্রোতাদের অনুরোধের সকল ধরনের গান নিয়ে অনুষ্ঠান
চিরদিনের সুর তস্ময় এর সাথে

চিরদিনের সুর তস্ময় এর সাথে

চিরদিনের সুর তস্ময় এর সাথে- রবিবার সন্ধ্যা ৭টা হতে রাত ্১০ টা -পুরোনো দিনের গান নিয়ে অনুষ্ঠান
চাঁদের হাসি ।

চাঁদের হাসি ।

চাঁদের হাসি -শিশুদের অংশগ্রহণে সম্ভাবনা, সমস্যা ও বিকাশ বিষয়ক অনুষ্ঠান । মাসের ১ম ও ২য় শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মি: ।
গামছা মাথল

গামছা মাথল

গামছা মাথল -স্থানীয় বিখ্যাত লোকনাট্য গম্ভীরা অনুষ্ঠান। প্রতি মঙ্গবার সন্ধ্যা ৭.৩০ মি: ।
আজকের চাঁপাইনবাবঞ্জ

আজকের চাঁপাইনবাবঞ্জ

আজকের চাঁপাইনবাবঞ্জ - স্থানীয় ও দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে সংবাদ ভিত্তিক অনুষ্ঠান। প্রতিদিন বিকেল ৩:৩০ টা, সন্ধা ৬:৩০টা, রাত্রি ৯:৩০টা ও ১১:৩০টায়।
স্বপ্নের ঠিকানায়

স্বপ্নের ঠিকানায়

স্বপ্নের ঠিকানায় ,মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান। প্রতি মাসের ৩য় শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মি: ও ৪র্থ শুক্রবার সন্ধ্যা ৭ টায় ।
বাহা সান্দীস

বাহা সান্দীস

বাহা সান্দীস -সাঁওতাল আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি নিয়ে এ আয়োজন। প্রতি মাসের ১ম ও ৩য় বুধবার সন্ধ্যা ৭ টায় ।
আমাদের ক্যাম্পাস ।

আমাদের ক্যাম্পাস ।

আমাদের ক্যাম্পাস -ছাত্র, শিক্ষক, অভিবাবক ও ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহনে স্কুল ও কলেজ ভিত্তিক শিক্ষামূলক ম্যাগাজিন অনুষ্ঠান। প্রতি বৃহ:পতিবার সন্ধ্যা ৭.৩০ মি: ।
মনিষীদের কথা

মনিষীদের কথা

মনিষীদের কথা-দেশে বিদেশের বিশিষ্ট বরেন্য ব্যক্তিদের জীবন গাঁথা নিয়ে সাজানো এ আয়োজন। প্রতিদিন বিকেল ৪ টায় ।
সিনেমালা নূপুরের সাথে

সিনেমালা নূপুরের সাথে

সিনেমালা নূপুরের সাথে, শুক্রবার সন্ধ্যা ৭টা হতে রাত ১০ টা, বাংলাদেশী বাংলা সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ।
লগড়্যা পাঁচফোড়ং- মাহবুব, মানি, মনিরুল ও রিতার সাথে ।

লগড়্যা পাঁচফোড়ং- মাহবুব, মানি, মনিরুল ও রিতার সাথে ।

লগড়্যা পাঁচফোড়ং- মাহবুব, মানি, মনিরুল ও রিতার সাথে , সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিঃ হতে রাত ১০ টা , নানা নাতীর রঙ্গরসের কথা ও স্থানীয় আঞ্চলিক গান নিয়ে অনুষ্ঠান ।
কৃষি ও জীবন

কৃষি ও জীবন

কৃষি ও জীবন -চাঁপাইনবাবগঞ্জ এর সম্ভাবনাময় কৃষি, কৃষি সমস্যা ও সমাধান লাইভষ্টোক, মৎস্য ইত্যাদি নিয়ে কৃষি বিষয়ক অনুষ্ঠান। প্রতি বুধবার সন্ধ্যা ৭.৩০ মি: ।
মন মাঝি তপুর সাথে ।

মন মাঝি তপুর সাথে ।

মন মাঝি তপুর সাথে -সোমবার বিকেল ৩ টা হতে সন্ধ্যা ৬.২৫ মিঃ লালন ও ওপার বাংলার গান নিয়ে অনুষ্ঠান ।
ব্যান্ড আওয়ার জয় এর সাথে

ব্যান্ড আওয়ার জয় এর সাথে

ব্যান্ড আওয়ার জয় এর সাথে-শুক্রবার বিকেল ৩ টা হতে সন্ধ্যা ৬.২৫ মিঃ ,ব্যান্ড এর গান নিয়ে অনুষ্ঠান ।
ক্যাফে মহানন্দা

ক্যাফে মহানন্দা

ক্যাফে মহানন্দা -থানীয় সম্ভাবনাময় প্রতিভাবার শিল্পীদের অংশগ্রহনে গানের অনুষ্ঠান। প্রতি শনিবার বিকেল ৫.৩০ মি: ।

অনুষ্ঠানসূচী

অনুষ্ঠান শুরু : ৩টা (প্রতি দিন বিকাল)
মণীষীদের কথা
: ৪টা (প্রতি দিন)
ক্যাফে মহানন্দা : ৫.৩০মি (প্রতি শনিবার)
কাছে থেকো বন্ধু : ৬.৪৫মি ও রাত ৯টা (প্রতি সোম ও মঙ্গলবার)
প্রযুক্তি ডট কম : ৪.৩০টা (প্রতি মঙ্গলবার)
গামছা মাথল : ৭.৩০মি (প্রতি মঙ্গলবার)
কৃষি ও জীবন : ৭.৩০মি (প্রতি বুধবার)
বাহা সান্দিশ : ৭.০০মি (মাসের ১ম ও ৩য় বুধবার)
স্বাস্থ্য কথা : ৪.৩০মি ও সন্ধ্যা৬টা (প্রতি বৃহস্পতি ও শুক্রবার )
আমাদের ক্যাম্পাস : ৭.৩০মি (প্রতি বৃহস্পতিবার)
হারঘে গেরাম : ৪.৩০মি (মাসের ১ম ও ২য় শুক্রবার)
চাঁদের হাসি : ৭.৩০মি (মাসের ১ম শুক্রবার)
স্বপ্নের ঠিকানা : ৭.৩০মি (মাসের ৩য় শুক্রবার ৭.৩০ ও ৪র্থ শুক্রবার ৭.০০)
আজকের চাঁপাইনবাবগঞ্জ : সন্ধ্যা ৩:৩০, ৬:৩০, ৯:৩০ ও রাত ১১:৩০ মিনিটে প্রতিদিন

সোনায় বাঁধানো মন্তব্য

শ্রোতা সমাবেশ-২০১২ রেডিও মহানন্দার প্রথম মূল্যায়ন দুয়ার উম্মেচন করুক। শুভ কামনা
মোহাম্মদ ফরিদ উদ্দিনআঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার, রাজশাহী৫ জানুয়ারী ২০১৩

SoundCloud

Visitors


Flag Counter

রেডিও মহানন্দা অ্যাপ

android imgres windows phn
Scroll To Top