রবিবার:: ২৭.০৮.২০১৭
শুরুটা হয়েছিল ভীষণ বাজে। প্যাট কামিন্সের আট বলের মধ্যে ফিরে যান সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে চতুর্থ উইকেটে ১৫৫ রানের জুটিতে বড় সংগ্রহের আশা দেখান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কিন্তু চা বিরতির আগে এই দুজনের বিদায়ের পরই আবার পথ হারায় দল। যার ফলে বাংলাদেশ প্রথম ইনিংস থামে ২৬০ রানে। বাংলাদেশের ২৬০ রানের জবাবে ৩ উইকেটে ১৮ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তাতেই স্বস্তি। আঘাতের জবাব দেওয়া গেছে পালটা আঘাতে।