
পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী ৮ ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য আজ সরকারকে নির্দেশ দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এবং প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা প্রেসিডেন্ট হাউসে অনুষ্ঠিত বৈঠকে পূর্বোক্ত তারিখে সর্বসম্মতিক্রমে সম্মত হওয়ার এক দিন পর আদালত এ নির্দেশ দিলেন। এর আগে পার্লামেন্ট ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যে সময়মতো নির্বাচন চেয়ে একাধিক আবেদনের শুনানির হয়। প্রধান বিচারপতি ঈসার নেতৃত্বে বিচারপতি আতহার মিনাল্লাহ ও আমিন-উদ্দিন খানের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের বেঞ্চ এ মামলার শুনানি করেন। আদালত তার আদেশে উল্লেখ করেছেন, পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) মাধ্যমে সাধারণ নির্বাচনের তারিখের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।