শুক্রবার ০৩.০৩.২০১৭
ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের আইওআরএ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৬ মার্চ ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ থেকে ৭ মার্চ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র যায়, প্রধানমন্ত্রীর সফরকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে তার বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া সাইডলাইনে অন্যান্য সরকার প্রধানের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হতে পারে। উন্নত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভারত মহাসাগরের জন্য মেরিটাইম-বিষয়ক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।