শনিবার:: ২৬.০৮.২০১৭
আগামী দুই মাস চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় বানভাসি ও বন্যাদুর্গতদের কাছ থেকে কোনো এনজিও কিস্তির টাকা আদায় করতে পারবে না। যদি কিস্তির টাকার জন্য চাপ সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। আজ নাটোরে সিংড়া উপজেলার বিভিন্ন এলাকার বানভাসি মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি আরো বলেন, বন্যার পানি নেমে গেলে বানভাসি মানুষরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল হলেই কেবল কিস্তির টাকা পরিশোধ করবেন। তার আগে কেউ কোনো টাকা দেবেন না। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সামর্থ্য মতো সাহায্য সহযোগিতা করে পুর্নবাসন করা হবে।