মঙ্গলবার :: ১৭.১২.২০১৯।।
দেশে আগামী বছরের মধ্যে ফাইভ-জি চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী বলেন, ২০২০ সালের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে ফাইভ-জি চালু করার চিন্তা করছি আমরা। সামনের দিনে ইন্ডাস্ট্রির নির্ভরতা হবে ফাইভ-জি। এই উন্নয়নের মহাসড়কের নাম হবে ফাইভ-জি। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে ‘লঞ্চিং সিরিমনি অব ডিজিটাল আইইবি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আশা প্রকাশ করেন মন্ত্রী।