আগামীকাল সাংবাদিক সুইটের চতুর্থ মৃত্যুবার্ষিকী

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল। ২০১৯ সালের ১৫ আগস্ট সকাল পৌনে ৭টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক সুইট ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগছিলেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন জেলখানা মোড় দাউদপুর রোড নিবাসী মরহুম বদর উদ্দিনের বড় ছেলে সুইট মৃত্যুকালে মা, স্ত্রী, এক শিশুসন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুর আগে সাংবাদিক সুইট কর্মরত ছিলেন দৈনিক কালের কণ্ঠ ও গাজী টেলিভিশনের (জিটিভি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ইমতিয়ার ফেরদৌস সুইট বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন জেলার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমে। সুইটের লেখাপড়া রাজশাহী শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি কলেজে। সাংবাদিকতা শুরু জেলার দৈনিক নবাব পত্রিকা দিয়ে। এর আগে কিছুদিন সাপ্তাহিক গৌড় সংবাদে (বর্তমানে বন্ধ) কাজ করেন তিনি। এরপর যুক্ত হন দৈনিক করতোয়া পত্রিকার সাথে। পরে দৈনিক যুগান্তরে জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন ইমতিয়ার ফেরদৌস সুইট। জড়িত ছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক চাঁপাই চিত্রের সাথেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top