বৃহস্পতিবার ঃঃ ১২.০১.২০১৭
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ইজতেমার আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আজ সকালে ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার হারুন অর রশীদ। তিনি বলেন, ইজতেমা সার্বিকভাবে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য গতবারের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সাদা পোশাকের পুলিশ মোতায়েনসহ পুরো ময়দান সিসিটিভি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীকাল ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হবে, এবারের ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের তিন দিনের ইজতেমায় শরিক হবেন ১৬ জেলার মুসল্লিরা।