সোমবার::২০.০২.২০১৭
আগামীকাল মহান ২১ ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষাশহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। এদিকে চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আজ দিবাগত রাত ১২ টা ১ মিনিটে চাঁপাই নবাবগঞ্জ পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। আগামীকাল সুর্যোদয়ের সাথে সাথে স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমুহের ভবনে ও বেসরকারি ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে উপস্থিত রচনা লিখন, সুন্দর হাতের লেখা, দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃতি, কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদ যোহর সকল মসজিদে ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান,বঙ্গবন্ধু চত্বর, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং রাজরামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভ্রাম্যমান প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …