বৃহস্পতিবার ঃঃ ০২.০২.২০১৭
শিবগঞ্জ পৌর এলাকার পাগলা পার নদীর তীর তর্ত্তিপুরে আগামীকাল হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাজারো হিন্দু ধর্মাবলম্বী এ গঙ্গাস্নান উৎসবে যোগ দিবে। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচন ও পূর্ণ লাভের আশায় মাকরী সপ্তমী তিথিতে গঙ্গাস্নানে আসেন। আগামীকাল সূর্য উঠার সঙ্গে সঙ্গে তারা গঙ্গাস্নান উৎসব পালন করবেন। গঙ্গাস্নান উৎসব উপলক্ষে তর্ত্তিপুর মাঠে বসেছে হরেক রকমের মেলা। তর্ত্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল কুমার ত্রিবেদী জানান, প্রতিবছর ন্যায় এবারো উৎসবে দূর-দূরান্ত থেকে হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত হবে বলে আশা করছি।