
বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট প্রায় নিশ্চিত। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া নিশ্চিত। গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষ চারে এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে কলকাতায় সেমিফাইনাল খেলতে ৩০০ রানের ওপর ব্যবধানে হারাতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। কাজটি কঠিন হবে বাবর আজম, ফখর জামানদের। চার সেমিফাইনালিস্ট প্রায় নিশ্চিত। ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শীর্ষ চার দল খেলবে। পাকিস্তান খেলবে স্বাগতিক হিসেবে। আফগানিস্তানও খেলবে ৪ জয়ে। বাকি দুই দলের লড়াইয়ে টিকে আছে চার দল- ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। চার দলেরই পয়েন্ট ২ জয়ে ৪ পয়েন্ট। আগামীকাল নিশ্চিত হবে কোন দুই দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে।