আগামীকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন।

রবিবার::২৬.০২.২০১৭

আগামীকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। জেলা আইনজীবী সমিতির মূখ্য নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল জানান, ২টি পরিষদে এবার ভোট হচ্ছে। এরমধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদ মনোনীত সামাদ-নজরুল পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আলহাজ্ব আব্দুস সামাদ ও সেক্রেটারী জেনারেল পদে অ্যাডভোকেট আলহাজ্ব নজরুল ইসলামসহ বিভিন্ন পদে ১৫ জন এবং কাজল-ওদুদ পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন কাজল ও সেক্রেটারী জেনারেল পদে অ্যাডভোকেট আব্দুল ওদুদসহ বিভিন্ন পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল ও বাছাই কাজ সম্পন্ন হয়। সহকারী নির্বাচন কমিশনার হিসাবে রয়েছেন অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম ও অ্যাডভোকেট এতমাতুদ্দৌলা মুকুট।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …