মঙ্গলবার :: ২৭.০২.২০১৮
অনুশীলনের প্রথম ধাপ শেষ করে জাতীয় ফুটবল দল দুই সপ্তাহের জন্য কাতার যাচ্ছে আগামীকাল। সেখানে অনুশীলনের পাশপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। ১৪ মার্চ ফিরে এসে ১৯ মার্চ দল যাবে থাইল্যান্ড। সেখানে এক সপ্তাহ অনুশীলনের পাশাপাশি খেলবে আরো দুটি Jম্যাচ। এরপর লাওসের পথে উড়াল দেবে ২৫ মার্চ। ২৭ মার্চ লাওসের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০১৬ সালের ১০ অক্টোবর ভুটানের কাছে হারের পর এটাই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।