০২.০২.২০২০,রবিবার।
আগামীকাল থেকে সারাদেশে এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে। এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৮টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছেন ২০ হাজার ৪৫৮ জন। সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবারো আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজর রেখেছে। নজরদারি রাখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা চলাকালীন সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ১৫টি কেন্দ্রে এসএসসি, ৬টি কেন্দ্রে দাখিল, ৭টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এসএসসিতে পরীক্ষার্থী রয়েছেন, ১৫ হাজার ৩৬৮ জন, দাখিলে ৩ হাজার ৫৫২ জন এবং এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে ১ হাজার ৫৩৮ জন।