মঙ্গলবার :: ০৩.১০.২০১৭
আইফেল টাওয়ারের আলো নিভিয়ে গতকাল প্যারিসের লাস ভেগাস ও মার্সেলিতে হামলায় নিহতদের স্মরণ করা হয়। লাস ভেগাসে একটি কনসার্টে এক বন্দুকধারীর বেপরোয়া গুলি হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত ও কয়েকশ’ লোক আহত হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি ছিলো সবচেয়ে বর্বরতম ও ভয়াবহ হামলার ঘটনা। ‘আমরা ঐক্যবদ্ধ’ উল্লেখ করে প্যারিসের মেয়র অ্যানি হিদালগো লিখেছেন, ‘মার্সেলি ও লাস ভেগাসে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা মধ্যরাত থেকে আইফেল টাওয়ারের আলো নিভিয়ে রাখবো।