বৃহস্পতিবার :: ১৯.১২.২০১৯।।
আইপিএলে দল পেলেন না মুশফিকুর রহিম। ৭৫ লাখ রুপির ভিত্তি মূল্য নিয়ে বাংলাদেশের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান রয়ে গেলেন অবিক্রীত। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কারণেই শেষ মুহূর্তে নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন মুশফিক। সব কিছু মিলিয়ে ভারতীয় এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুশফিকের দল পাওয়ার ব্যাপারে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু নিলামে তাকে নিয়ে কোনো আগ্রহই দেখাল না। নিলামে উঠবে বাংলাদেশের আরো চার ক্রিকেটারের নাম। আজ কলকাতায় চলছে এখন আইপিএলের এবারের আসরের নিলাম।