মঙ্গলবার::১৪.০২.২০১৭
ভারতের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের নতুন মৌসুমের নিলামের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন মিরাজ-তাসকিনসহ ছয় বাংলাদেশি ক্রিকেটার। আগামী ২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে ২০১৭ আইপিএলের নিলাম। আইপিএল এর নিয়মিত মুখ অলরাউন্ডার সাকিব আল হাসান। গত মৌসুমে প্রথমবারের মত খেলতে যেয়ে বাজিমাত করা মোস্তাফিজুর রহমান এবারও থাকছেন। সব দেশের ক্রিকেটার মিলিয়ে আসন্ন মৌসুমের নিলামের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন সাড়ে তিনশ জন। তাদের মধ্যে থাকা ছয় বাংলাদেশি হলেন- উদ্বোধনী তামিম ইকবাল ও এনামুল হক বিজয়, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ, ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেসার তাসকিন আহমেদ। তাদের প্রত্যেকেরই নিলামের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি করে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …