শনিবার ঃঃ ০৮.০৪.২০১৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে অংশ নিতে আগামী ১১ এপ্রিল ঢাকা ছাড়বেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বোর্ড থেকে এরই মধ্যে ছাড়পত্র পেয়েছেন ফিজ! ক্রিকেট বোর্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ এপ্রিল মুম্বাইয়ে স্বাগতিকদের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে কাটার মাস্টারকে। শ্রীলঙ্কায় বসে মুস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, বোর্ড যদি অনুমতি দেয়, তাহলে অবশ্যই আইপিএল খেলবেন। বোর্ডের কোর্টে আইপিএলের সিদ্ধান্ত ঠেলে দিয়েছিলেন কাটারমাস্টার। বোর্ডও তাকে আটকায়নি।