রবিবার :: ০১.০৪.২০১৮
অস্ট্রেলিয়ার কাকাডুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। চালকের অনভিজ্ঞতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গতকাল কুয়িন্ডা লজ থেকে ছয় কিলোমিটার উত্তরে কাকাডু হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত টয়োটা প্রাডো গাড়ির আহত অন্য চার যাত্রীকে রয়্যাল ডারউইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্র কয়েক মাস আগেই লিচফিল্ড ন্যাশনাল পার্কে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছিলেন দুই বাংলাদেশি।