
অসময়ে ঠা-া আবহাওয়া ও তুষারঝড়ের কবলে পড়েছে উত্তর-পূর্ব চীন। দেশটির সবচেয়ে উত্তরে অবস্থিত হেইলংজিয়াং প্রদেশে আজ প্রবল তুষারঝড়ের কারণে বিমানের ফ্লাইট বাতিল এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, উত্তর-পূর্ব চীনে প্রত্যাশিত সময়ের আগেই হঠাৎ শীতকালীন চরম আবহওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নিচ্ছে প্রাদেশিক সরকার। হেইলংজিয়াং ৪৯টি ফ্লাইট বাতিল করেছে, তবে রাজধানী হারবিন বিমানবন্দরে কার্যক্রম রয়েছে। স্থানীয় সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তুষারপাত ও হিমাঙ্কের তাপমাত্রার কারণে হারবিনের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।