অলিম্পিক ডে রান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা।

শুক্রবার ঃ২৮.০৭.২০১৭
অলিম্পিক ডে রান ২০১৭ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, সদর থানার ওসি সাবের রেজা আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল হান্নান মাস্টার, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ন সম্পাদক আজমাল হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এই কর্মসূচির আয়োজন করে। শুধু নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ নয়, অস্ট্রেলিয়ান বোর্ডের এই কর্মকর্তার মুখে প্রশংসা ঝরেছে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়েও। তিনি বলেন, ‘বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো করছে এখন। তারা এখন শক্ত প্রতিপক্ষ। আমরা একটা দারুণ সিরিজ আশা করছি।’

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …