
গরমে অসুস্থবোধ করায় ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পুরো সার্ভিস পায়নি বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচেও বাংলাদেশ অধিনায়ক আছেন শঙ্কায়। খেলা না খেলা নির্ভর করছে ম্যাচপূর্ব ফিটনেস টেস্টের উপর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে ১-১ সমতা থাকায় ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জ্যোতিকে পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কায় টিম ম্যানেজম্যান্ট। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের কোচ হাসান তিলকারেতœ জ্যোতির অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন শেষ পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে, জ্যোতি এখনও পুরোপুরি ফিট নয়। আগামীকাল একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব।