অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে পরীক্ষার খাতা দেখতে হাইকোর্টের রুল।

বুধবার::০৪.০১.২০১৭

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে খাতা দেখতে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে আজ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার খাতা দেখতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেনো বেআইনি ঘোষণা করা হবে না, এবং খাতা দেখার জন্য সঠিক ও প্রয়োজনীয় সময় বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …