
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বেন স্টোকস। খেলে যাচ্ছিলেন টেস্ট এবং টি-টোয়েন্টি। তবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দেশের প্রয়োজনে ২০১৯ বিশ্বকাপ জয়ী এই তারকা অবসর ভেঙে ফিরেছেন। তাকে রেখেই আজ বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে সেই দলটিই ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ খেলবে। স্টোকস ডাক পেলেও ব্যাটসম্যান হ্যারি ব্রুক ও বেন ডাকেট বাদ পড়েছেন। অন্যদিকে পুরোপুরি ফিট না হওয়ায় জোফরা আর্চারকেও নেওয়া হয়নি দলে। দলে নতুন মুখ গুস আতকিনসন। তিনি অভিষেকের অপেক্ষায় আছেন। ইংল্যান্ড অবশ্য চাইলে ইনজুরি কিংবা অন্য কোনো সমস্যায় বিশ্বকাপের আগে এই দলে পরিবর্তন আনতে পারবে। কিন্তু ধারনা করা হচ্ছে ১৫ সদস্যের এই দল নিয়েই তারা বিশ্বকাপ খেলতে যাবে। ইংল্যান্ড শিরোপা ধরে রাখার মিশনে ভারতে যাবে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই তারা ফাইনালিস্ট নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ৫ অক্টোবর।