অবসর ভেঙে ফিরলেন আফ্রিদি

বৃহস্পতিবার :: ১৯.০৪.২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন অবসরে যাওয়া পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সর্বশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকে বিদায় জানান আফ্রিদি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষেই শেষ জাতীয় দলের হয়ে মাঠে নামনে তিনি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছে পোষণ করেন আফ্রিদি। তবে ম্যাচটি মহৎ উদ্যোগের জন্যই আয়োজন করেছে আইসিসি। আগামী ৩১ মে লর্ডসে একটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশ। গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম। মূলত স্টেডিয়াম দুটির সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে এই ম্যাচ আয়োজন করছে আইসিসি। ম্যাচটিকে এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাও দেওয়া হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …